
কোভিড আর নন কোভিড রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থা এতোটাই সঙ্গী যে, এ থেকে উত্তরনের জন্য সবাইকে স্বস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। পরামর্শ দিয়েছেন, সাধারণ রোগে ভীত না হয়ে বাড়িতে বসে টেলিমেডিসিন সেবা নেয়ার।
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, করোনার পাশাপাশি অন্যান্য সাধারণ রোগের সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। করোনা সংক্রমণের উর্ধ্বগতির সময়টাতে দুধরনের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
হাসপাতালের পরিচালক জানালেন, ১শ’
শয্যার করোনা ইউনিটকে দ্বিগুণ করা হলেও রোগীর চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে না।
একই
অবস্থা শিশু হাসপাতালেরও। শিশুদের করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে অভিভাবদের আরও সচেতন
হওয়ার পরামর্শ দিলেন ডাক্তার রিজওয়ানুল আহসান।
নিজেরা
সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করে দেন
তিনি।