
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ফের রক্ত ঝরেছে। স্থানী সময় বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। সাইগ্যাং, কেলসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ওপর বিনা উস্কানিতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
প্রবিবাদে বিক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশি অভিযানে আটক করা হয় শতাধিক বিক্ষোভকারীকে।