
করোনায় দীর্ঘসময় অনলাইনে ক্লাস বিরক্তের কারণ হলেও রাজধানীর মনিপুর স্কুল ছিল একেবারেই ব্যতিক্রম। ডিজিটাল ক্লাস নিয়ে স্কুলটির সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট শিক্ষার্থী-অভিভাবকরা।

এক বছর ধরে করোনার সবচেয়ে বড় ঝড়টা
যাচ্ছে স্কুল কলেজের ওপর দিয়ে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান
খুললেও বন্ধ শিক্ষাঙ্গন। বন্ধের সময়টাতে শিক্ষার্থীদের ক্ষতি কাটাতে অনেক প্রতিষ্ঠান
বেছে নেয় অনলা্ইন পাঠদান। এদের মধ্যে অন্যতম রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ।
কথা হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে। করোনাকালে মনিপুর স্কুলের অনলাইন পাঠদান নিয়ে সন্তুষ্টি জানান অভিভাবক-শিক্ষার্থীরা।

সুবিধা ও সক্ষমতা বিবেচনা করে জুম, গুগল ক্লাসরুম,
এডমোডো, ফেসবুক লাইভের মাধ্যমে নেয়া হয়েছে ক্লাস। তবে প্রাতিষ্ঠানিকভাবেই
নয়,মোহনা টেলিভিশনে আমাদের পাঠশালা অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হয়েছে পাঠদান। এতে সারাদেশের শিক্ষার্থীরা
উপকৃত হয়েছে।
অভিভাবক হিসেবে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় মনিপুর স্কুলের এমন উদ্যোগের সুফল পেয়েছে দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা, বললেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরহাদ হোসেন।
অধ্যক্ষ ফরহাদ হোসেন বলছেন-প্রতিষ্ঠানের দক্ষ ও মেধাবী শিক্ষকদের উপস্থাপন ভঙ্গীর কারণে শিক্ষার্থীরা ক্লাসরুমের স্বাদ পেয়েছে। আগামীতে মনিপুর স্কুলের সাফল্যের পালকে যোগ হবে নতুন নতুন অর্জন- এমন প্রত্যাশার কথাও জানান তিনি।