
গেল বছরের প্রাকৃতিক দুর্যোগের কারণে চাল উৎপাদন কম হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও দুর্যোগের কারণে উৎপাদন কাঙ্খিত লক্ষে পৌছাতে পারেনি।
বুধবার (৩ মার্চ) দুপুরে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা শেষে ভার্চুয়ালি এ মন্তব্য করেন তিনি। আমদানিকারকদের সতর্ক করে অর্থমন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল বেশি আমদানি করলে দেশের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি উন্নয়ন চুক্তি অনুমোদনসহ তিন প্রস্তাব করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।