
বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৮ শতাধিক।
এদিকে, কয়েকটি দেশ ভ্যাকসিন জমা করে রাখার কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি সংবাদ সম্মেলনে দাবি করে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে । এক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে ধনী দেশগুলোকে পাশে থাকার আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।