
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিকেলে ঢাকা ছাড়ছে বাংলাদেশ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে ৩৫ সদস্যের টিম টাইগার্স। সফরের আগে তিনবারই করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন তারা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। তার আগে অবশ্য এ সিরিজের জন্য দেশে নিজেদের তেমন প্রস্তুত করতে পারেনি টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ার আগে তাদের মাঠেই প্রস্তুতি নিতে হবে টাইগারদের।
তবে, টেস্টের ফল যাই হোক, ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। এবার বাড়তি মাত্রা যোগ করেছে ৭ দিনের আইসোলেশন। কুইন্সটাউনে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে ডমিঙ্গো শিষ্যরা।