
বিশ্বজুড়ে করোনায় ২৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১১ কোটি ২২ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, চলতি বছরের শেষপর্যন্ত করোনা ভ্যাকসিন সীমিত সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ও মৃত্যু কমে আসায় লকডাউন তুলে নেয়ার চারধাপ পরিকল্পনা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।