
ইতালিয়ান লিগ সেরি আ-তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্রোতোনের বিপক্ষে রাত পৌনে ২টায় তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে মাঠে নামবে য়্যূভেন্তুস। ইদানিং সময়টা ভালো যাচ্ছে না ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ইনজুরির কারণে খেলতে পারছেন না আর্থুর ও হুয়ান কোয়াদ্রাদো। লিগের সবশেষ ম্যাচে নাপোলির কাছে হেরে যায় দলটি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে পোর্তোর বিপক্ষেও হেরেছে য়্যূভেন্তুস।
এদিকে, লা লিগায় রাত ২টায় ওসাসুনার মুখোমুখি হবে সেভিয়া। একই সময় ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।