
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকান্ড ঘটেছে।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে হাসপাতালের নিচ তলার একটি পরিত্যাক্ত কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আড়াইশ শয্যার হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা বাইরে চলে আসে। হাসপাতাল ছেড়ে বাইরে আসেন ডাক্তার ও নার্সরাও।
আগুনের ঘটনায় ২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা ব্যহত হয় হাসপাতালে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।