
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন
৩০ জানুয়ারি। মেয়র পদে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ ও বিএনপিতে।
তারপরও জয়ের আশায় জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে, বরগুনার পাথরঘাটায় মেয়র
প্রার্থীর সমর্থকদের কয়েক দফার সংঘর্ষ নিয়ে উৎকণ্ঠায় ভোটাররা। স্বস্তিতে নেই
প্রার্থী ও প্রশাসন। রিটার্নিং কর্মকর্তারা বলছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে
সব ধরণের প্রস্তুতি রয়েছে।
সাতক্ষিরার কলারোয়া পৌরসভা নির্বাচন। মেয়র পদে লড়ছেন ৫ জন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ প্রাথী। সংরকিষত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন। পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি ওয়াড। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাজেদুর রহমান খান মজনু। এনিয়ে ঘরের আগুনে পুড়ছে সরকার দলটি।
বিএনপির প্রার্থী শরিফুজ্জামান তুহিনের
জন্য চ্যালেহ্জ হয়ে দাঁড়িয়েছেন দলের আরেক নেতা আক্তারুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন
সুলতানা।
এদিকে, প্রচার প্রচারণায় সরগরম বরগুনার
পাথরঘাটা। শুরু থেকেই
মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে সুষ্ঠ ভোট নিয়ে আতঙ্কে ভোটাররা।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার
হোসেন আকনের অভিযোগ তার কর্মী-সমর্থকদের উপর হামলার। পাল্টা অভিযোগ বিদ্রোহী
প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের। একই অভিযোগ আরেক স্বতন্ত্র প্রার্থী
মাহবুবুবর রহমান খানের।
সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি
করে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত রিটার্নিং কর্মকর্তা।