
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মোহনা টেলিভিশন আরো ভুমিকা রাখবে বলে আশা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। সোমবার (১৮ জানুয়ারি ) সকালে মিরপুরে ১০তলা মোহনা ভবনের নির্মাণকাজ উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরার কথাও বলেন শিল্প প্রতিমন্ত্রী।

বাংলার প্রতিচ্ছবি শ্লোগান
নিয়ে দেশ-বিদেশে জনপ্রিয় বেসরকারি টেলিভিশনগুলোর অন্যতম মোহনা টেলিভিশন। ২০১০
সালের ১১ নভেম্বর সম্প্রচারে আসার পর থেকেই দর্শক মনে স্থান করে নেয় মোহনা টিভি।
এবার নতুন মাইলফলকে মোহনা টেলিভিশন।
রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে নিজস্ব জায়গায় নির্মাণ করা হচ্ছে ১০ তলা মোহনা
ভবন। নতুন
ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ
কামাল আহমেদ মজুমদার।
বিশেষ দোয়া ও মোনাজাতের
মাধ্যমে শুরু হয় কাজ। এ সময়, মোহনা টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয়
গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোহনা টেলিভিশনের প্রয়াত এমডি
জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে স্মরণ করে পিতা কামাল আহমেদ মজুমদার বলেন, তার স্বপ্নপুরণ
করতেই গণমাধ্যমটিকে আরো এগিয়ে নেয়া হচ্ছে।
এ সময়, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান জানান শিল্পপ্রতিমন্ত্রী।
সেইসঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কথাও বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন
উন্নয়ন তুলে ধরে কামাল আহমেদ মজুমদার বলেন, জাতির দর্পণ হিসেবে গণমাধ্যমকে আরও ভূমিকা
রাখতে হবে।
মোহনা টেলিভিশন দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশা
জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার।