
দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু ও ৮১০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৭ হাজার ৮৪৯ জন এবং আক্রান্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরেরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারদেশের ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর গত ২০ ডিসেম্বর করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। দেশে ৩০ জুন একদিনে সর্বাোচ্চ ৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।