
আমদানি শুল্ক কমানোর পরও অস্থিরতা কমেনি চালের বাজারে। গেলো তিন সপ্তাহে কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে খুচরা দাম, যা এখন অব্দি বহাল। খুচরা ব্যবসায়ীরা বললেন, আগের মজুদ তাই দাম কমানোর সুযোগ নেই। আর ক্ষুব্ধ ভোক্তাদের মন্তব্য, সরকার কঠোর না হলে ব্যবসায়ীদের মুনাফালোভী মানসিকতা কখনোই পরিবর্তন হবে না।
গেলো বছরের শেষ ভাগে হঠাৎ উর্ধ্বমূখি চালের বাজার। সপ্তাহখানেকের মধ্যেই ৫৪-৫৫ টাকার মিনিকেট চালের দাম ৬০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে দাম ঘোরাফেরা করছে ৬৫-৬৬ চাকায়। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি
পর্যায়ে চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয় সরকার। আমদানির খবরে দাম কমে
বস্তাপ্রতি ৫০ থেকে একশ টাকা।
পাইকাররা বলছেন, দামের উর্ধ্বগতির সব দোষ মিলারদের। এদিকে, আড়ত থেকে দাম কমানোর কথা বলা হলেও খুচরা পর্যায়ে তার কোন প্রভাব নেই। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নিত্যপণ্যের দাম নিয়ে এমন তেলেসমাতি
কাণ্ডে অভ্যস্ত হয়ে পড়েছেন ভোক্তারা। কেউ কেউ আবার ব্যবসায়ীদের মনোপলির বিষয়টি
তুলে ধরলেন।