
প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রথমদিনের প্রচারণায় অংশ নিয়েই জয়ের আশা
জানালেন প্রার্থীরা। এদিকে, শেষ মুহূর্তের প্রচারণায় জমে
উঠেছে দাগনভূঁঞা পৌরসভা নির্বাচন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা।
তৃতীয়ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফেনী পৌরসভা নির্বাচন। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন ফেনী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতিক পেয়েই প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর
প্রার্থীরা।
নেতা-কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন সড়কে গণসংযোগকালে জয়ের আশা জানান আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী। আর বিএনপি প্রার্থী আলাল উদ্দিন আলাল অভিযোগ করেন নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।
এদিকে, ১৩ বর্গ কিলোমিটার এলাকার দাগনভূঁঞা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা।
কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের
প্রতিশ্রুতি। আর ভোটাররা চাইছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। নাগরিসেবা নিশ্চিত করবে এমন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে দেখতে
চান তারা।
ইভিএম নিয়েও সংশয়ের পাশাপাশি কর্ম-সমর্থকদের
হুমকি ও হয়রানির অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি জয়ের
প্রত্যাশা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খাঁন।
ভালো নির্বাচন অনুষ্ঠানে সব
প্রস্তুতি নেয়ার কথা জানান, রিটারনিং কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী।
২০০০ সালে
প্রতিষ্ঠিত পৌরসভাটিতে মোট ভোটার ২৪ হাজার ২৫৩ জন।