
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে মিছিল করেছে ইসলামী সমমনা কয়েকটি দল। পুর্বানুমতি না থাকায় পরে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ধারাবাহিকভবে সমালোচনা করে আসছে ইসলামী সমমনা কয়েকটি দল। জুমার নামাজের পর এ নিয়ে বিশৃংখলার আশঙ্কায় বায়তুল মোকাররমের আশপাশে কঠোর অবস্থান নেয় আইন শৃংখলা বাহিনী।
নামাজ আদায় শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ভাস্কর্য বিরোধী একটি মিছিল পল্টন মোড় হয়ে শাহবাগের দিকে রওয়ানা হয়। এসময় ডিএমপি থেকে কোন ধরনের অনুমতি না থাকায় তাতে পুলিশ বাধা দেয়। তার পরেও বাধা উপেক্ষা করে মিছিলটি অগ্রসর হলে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃংখলা বাহিনী।
পরে এনিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশের মতিঝিল জোনের এডিসি আমিনুল ইসলাম মিঠু।
এদিকে সাভারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন ভাস্কর্য ইস্যুতে কোন ধরনের অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে। বলেন, সংস্কৃতি রক্ষায় জনগনকে সঙ্গে নিয়ে অপশক্তির মোকাবেলার করা হবে।