
হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সিরিজের শেষ টি-২০ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। সময়টা বেশ বাজেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ঘরের মাঠেই ইংল্যান্ডের কাছে পরপর দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে প্রোটিয়ারা।এদিকে, প্রোটিয়ায় এসে দারুণ চলছে ইংলিশদের ব্যাটিং-বোলিং দুটোই। সেই ধারা সিরিজের শেষ ম্যাচেও রাখতে চায় মরগান বাহিনী। ওয়ানডে সিরিজ শুরু করার আগে এই ম্যাচে ২-১ জনকে বিশ্রামে রাখার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট।