
রমজানে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরো রমজানজুড়ে টিসিবির মাধ্যমে তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হবে। শুক্রবার দুপুরে রংপুরে নিজ বাড়িতে মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন।