
ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের সেন্ট্রাল হলে প্রধান বিচারপতি জেএস কেহারের কাছে শপথ বাক্য পাঠ করবেন তিনি। গত বৃহস্পতিবার মিরা কুমারকে হারিয়ে এনডিএ’র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন কোবিন্দ। এদিকে, রোববার ভারতের রাষ্ট্রপতি হিসেবে পার্লামেন্টে বিদায়ী ভাষণ দেন প্রণব মুখার্জি। আবেগভরা ভাষণে সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ভারতের সংবিধান কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতিনিধিত্ব করে, যেখানে পরিবর্তন ও স্বমন্বয় সাধন করা দরকার। ২০ মিনিটের ভাষণে রাষ্ট্রপতি থাকাকালে সংবিধান রক্ষা, সংরক্ষণ ও সমুন্নত রাখার জন্য কাজ করে গেছেন বলে জানান প্রণব মুখার্জি। আজই রাষ্ট্রপতি ভবন ছাড়ার কথা রয়েছে তার।