
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনও সুষ্ঠু হবেনা। বিএনপি চেয়ারপারসন দেশে ফিরে উপযুক্ত সময়ে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা উপস্থাপন করবেন বলেও জানান খন্দকার মোশাররফ।