
টাঙ্গাইলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ২০জন আহত হয়েছে। দুপুরে জেলার কাজী নজরুল ইসলাম স্মরণীতে এ ঘটনায় ১১জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিলেন। এসময় বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্য করে পুলিশ। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পিকেটিং করতে থাকলে রেব এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে দা, ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।