
সরকার চাইলে ১৯৯১ সালের ফর্মুলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে দেশে ৫ জানুয়ারি স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ।
মওদুদ বলেন, ‘আমাদের সমস্যা এখন একটাই। সেটা হলো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। একটা সমঝোতার মাধ্যমে যদি নির্বাচন করা যায় সেখানে সংবিধান কোনো মুখ্য অন্তরায় হবে বলে আমি মনে করি না।’
নির্বাচন কমিশনের দেওয়া রোডম্যাপকে একদলীয় শাসন কায়েমের রোডম্যাপ বলে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, এই রোডম্যাপে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার কোনো দিকনির্দেশনা নেই। তিনি বলেন, সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে, তবে তাতে সফল হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না আওয়ামী লীগ।
জনগণ এবার তাদের ভোটের অধিকার আদায় করে ছাড়বে হুঁশিয়ারি দিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, আলোচনায়-সমঝোতায় আসাই হবে আওয়ামী লীগের জন্য সঠিক পথ।