
সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করেছে কাতার। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি জোটের অভিযোগের প্রেক্ষিতে এই আইন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাস চিহ্নিতকরণ ও এর অর্থায়ন বন্ধ করতেই্ এই আইন করা হয়েছে বলে জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এদিকে,আমিরাতের বিরুদ্ধে ওয়েবসাইট হ্যাকিংয়ের প্রমাণ আছে বলে অভিযোগ করেছে দোহা। একই দিন, এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তারা এ অভিযোগ করেন। এপ্রিলের শুরু থেকেই কাতার নিউজ এজেন্সি কিউএনএ হ্যাক করার পরিকল্পনা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।