
আত্মহত্যা করেছেন মার্কিন জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটন। স্থানীয় সময়,বৃহস্পতিবার রাতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের নিজ বাসা থেকে চেস্টারের লাশ উদ্ধার করা হয়। জনপ্রিয় ব্যান্ড লিংকিন পার্ক। এর লিড ভোকাল ছিলেন চেস্টার বেনিংটন। ২০০০ সালে হাইব্রিড থিওরি অ্যালবাম দিয়ে জনপ্রিয়তা পায় ব্যাণ্ডটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
লিংকিন পার্ক ব্যান্ডের সঙ্গে ওয়ান মোর লাইট শিরোনামে বিশ্বের বিভিন্ন শহরে গানের প্রদর্শনী করছিলেন চেস্টার। আগামী ২৭ জুলাই ম্যাসেচুসেটস অঙ্গরাজ্যের মেনসফিল্ড শহরে ওই গানের প্রদর্শনী শেষ হওয়ার কথা রয়েছে ।
৪১ বছর বয়সী চেস্টার বিয়ের পিঁড়িতে বসেন দু’বার। ৬ সন্তানের বাবা ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্তও ছিলেন চেস্টার। কিন্তু বড্ড অসময়ে মৃত্যুকে বেছে নিলেন তিনি।