
আমরা মামলা করতে চাইনা, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করতে চাই। আমরা দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে চাই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার সকালে বরিশালের জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশালের দুর্নীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা কোন রাজনীতিবিদ বা কোন দলের নই। আমরা জনগনের সেবা দিয়ে সকল মানুষের জন্য কাজ করছি। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে আর আগামী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দিবে এটা হতে দেয়া যায় না। তাই আমরা একটি ডিজিটাল সিস্টেমের মধ্যদিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। দুর্নীতি দমনের মামলা একটি ক্যান্সারের মতো। যা একটি মানুষের জীবন, পরিবার ও সম্পদ ধ্বংস করে দেয়। এটা আমরা চাইনা। তাই দুর্নীতিরোধে বিভাগীয় পর্যায়ের মাঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ের মাঠ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, দুদকের বরিশাল আঞ্চলিক পরিচালক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।