
দেশের সকল শিল্প কারখানায় রেজিস্ট্রেশনবিহীন সকল বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। ওই রিটের ওপর এই আদেশ দেয় হাইকোর্ট।