
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আরো দু’সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনসহার নেতৃত্বাধীন ছয় সদস্যেরে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এরফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার সুযোগ আরো দু’সপ্তাহ থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার হাসান এম এস আজীম।