
সাভারে আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানে আটক নব্য জেমএবির চার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে বের। সোমবার দুপুরে রেব-৪ এর কর্মকর্তা শরীফুল ইসলাম খান বাদী হয়ে আশুলিয়া থানায় দুটি মামলা করেন। এর একটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে, অন্যটি সন্ত্রাস বিরোধী আইনে। এদিকে সাভার থানায় সন্ত্রাস বিরোধী আইনের অন্য এক মামলাতেও চারজনকে গ্রেফতার দেখানো হয়। এরা হলেন ময়মনসিংহের মোজাম্মেল হক মাসুদ, চট্রগ্রামের ইরফানুল ইসলাম, গাইবান্ধার রাশেদুন্নবী নবী ও সুনামগঞ্জের আলমগীর হোসেন। এর আগে জিজ্ঞাসাবাদ শেষে সকালে বাড়ির মালিককে ছেড়ে দেয়া হয়। রোববার দুপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় চার জন আত্মসমর্পণ করে।