
শিশু গৃহকর্মী আদুরীকে নির্যাতন করে মৃত ভেবে ডাস্টবিনে ফেলে দেয়ার মামলার গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে নদীর মা ইশরাত জাহানকে খালাস দেয়া হয়েছে। ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার আলোচিত এ মামলার রায় দেন। রায় শুনতে সকালে আদালতে আসেন আদুরি ও তা মা। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বারিধারা ও ডিওএইচএস তেলের ডিপোর মাঝামাঝি রেললাইন সংলগ্ন ডাস্টবিন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মৃতপ্রায় আদুরীকে। তার শরীরে ছিল নির্যাতনের অসংখ্য চিহ্ন।