16,Jul-17 মোহনা সংবাদ 0 590 সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বাড়িটি থেকে চার জঙ্গি আত্মসমপর্ণ করেছে। নব্য জেএমবির সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে শনিবার রাতে নয়ারহাট চৌরাবালি এলাকার বাড়িটি ঘেরাও করে র্যাব। Recommend to friends