
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শনিবার রাজধানী ওয়াশিংটন, নিউইয়র্ক, নিউজার্সি, শিকাগো, ফনিক্স, বস্টন, লস অ্যাঞ্জেলেসসহ দেশটির প্রায় সব শহরেই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় তারা। স্বৈারাচারবিরোধী সংস্থা ‘রিভিউজফ্যাসিজম’ আয়োজিত এ বিক্ষোভে ট্রাম্প সরকারের পদত্যাগ দাবি করেন অংশগ্রহণকারীরা। অভিবাসন ও মুসলমানদের সঙ্গে প্রায় প্রতিদিনই স্বৈরাচারি আচরণ করছে ট্রাম্প সরকার। এছাড়া নারী, দরিদ্র, কৃষ্ণাঙ্গ ও বাদামি বর্ণের মানুষদের সঙ্গেও স্বৈরাচারি মনোভাব দেখাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের এ আচরণ থেকে গণমাধ্যম, পরিবেশ ও মানুষের প্রতিবাদ করার অধিকারও বাদ পড়ছে না বলে জানায় বিক্ষোভকারীরা। এ সময় লস অ্যাঞ্জেলেস থেকে দুই বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।