
তারেক সিকদার: ডিসেম্বরের মধ্যে ২ লাখ আবাসিক সংযোগে গ্যাসের ডিজিটাল মিটার স্থাপন করার কথা জানালেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুতের ক্যাবল আন্ডারগ্রাউন্ডের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আর ভারতের আইনে ফি বেশি হওয়ায় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল সেখানে প্রচার হয়না বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারা এসব কথা বলেন।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সরকারের ৩৭ টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।
এদিকে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ভারতে প্রচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। কথা বলেন আইসিটি’র ধারা নিয়েও।
অপরদিকে, প্রতিটি জেলায় শিল্পনগরী গঠনের জন্য ডিসিদের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।