
মার্জিয়া মুমু: সচ্ছতা, জবাবদিহিতা ও জনগনের কল্যানে সরকার দায়বদ্ধ। এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগনের সেবা করাই তার সরকারের লক্ষ্য। বিকেলে জাতীয় সংসদে টেবিলে উথাপতি প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের পদ্মাসেতু, নারীর ক্ষমতায়ন ও শিক্ষাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তার সরকার দায়বদ্ধ।
অপর এক প্রশ্নের জবাবে বিভিন্ন সময় সম্মুখীন হওয়া নানা বাধার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুদ্ধ বিধ্বস্ত দেশগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা।