
নাসির উদ্দিন: একরাতের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। প্রধান সড়কের পাশাপাশি অলিগলি এমনকি বাসা বাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। রাস্তায় পানি জমে থাকায় দীর্ঘ যানজটে পড়তে হয় নগরবাসীদের।
আষাঢ়ের শেষ সময়ে এসে সারা দেশেই মুষলধারে বৃষ্টি। তবে অন্য সব অঞ্চলের চেয়ে এবার ঢাকাতে বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।
এতেই পাল্টে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ততম অধিকাংশ সড়কেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেকের ঘরবাড়িতেও হাটু সমান পানি।
দিনভর সড়কে পানি জমে থাকায় রাজধানীজুড়ে দেখা দেয় তীব্র যানজট। কোথাও কোথাও দশ মিনিটের পথ পেরুতে হয়েছে দেড় থেকে দুই ঘন্টায়।
বৃষ্টির এই ধারা আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।