
রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন না বলে মন্তব্য করেছেন তার ছেলে জুনিয়র ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাতে জুনিয়র ট্রাম্প বলেন, রুশ আইনজীবীর সঙ্গে তার সাক্ষাতে উল্লেখযোগ্য কোন বিষয় ছিলো না। রাশিয়ার ওই নারী আইনজীবীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাব পাওয়া সংক্রান্ত নিজের কিছু ইমেইল সম্প্রতি প্রকাশ করেছেন জুনিয়র ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে যোগাযোগ ইস্যুতে চাপের মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয় পেতে রাশিয়া সহায়তা করেছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করছে সিনেট কমিটি। ছেলের এসব ইমেইল প্রকাশে নতুন মাত্রা পায় ট্রাম্প-রাশিয়া সম্পর্কের বিষয়টি।