
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন চারুকলা ৮৭-এর আয়োজনে চিত্রকর্ম প্রদশর্নী শুরু হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে এর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। চলবে ১৫ জুলাই পর্যন্ত। সবার জন্য উম্মুক্ত থাকবে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীতে ৪২ জন শিল্পী অংশ নেন। এসময় শিল্পী রফিকুন নবী শিল্পীদের তাদের শিল্প চর্চা অব্যাহত রাখার আহবান জানান।