
বিএনপিকে নিয়ে ভাবনার প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে তারা নির্বাচনেও ব্যর্থ হবে। রবিবার বিকেলে আওয়ামী লীগের খুলনা বিভাগী প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। এসময় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ যেন আওয়ামী লীগ না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শও দেন ওবায়দুল কাদের।