
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আশুলিয়ার বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বিইপিজেড) ফায়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ মোহনা টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, ঐ কারখানার ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার ছয়টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। কারখানায় চার হাজার পাঁচশ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছে, তা জানা যায়নি। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।