আগামী জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের বিকল্প নেই, এমন মত বিশিষ্টজনদের। একই সঙ্গে নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধ করাসহ সেনাবাহিনীকে বিতর্কের বাইরে রাখারও পরামর্শ দেন তারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আগামী নির্বাচন নিয়ে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশিষ্টজনরা।
আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্র অনুসন্ধানের জন্য ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজন করে গোলটেবিল বৈঠক।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন আলোচকরা। আলোচনায় অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানান, প্রশাসনিক কর্মকর্তাদের ঢেলে সাজানোসহ স্বাধীনতার বিপক্ষের শক্তিকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। শুধুমাত্র সরকার নয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব মহলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বিশিষ্টজনরা।