
অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচ হাতে রেখে স্বাগতিক নর্দার্ন টেরিটোরির বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বিসিবি এইচপি দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাইন্ডে তৃতীয় ওয়ানডেতে ৪২ রানে জয় পায় লিটন-বিজয়রা। এরআগে, টস জিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৬৭ রান করে বিসিবির হাইপারফর্মেন্স ইউনিট। দলের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন সাইফউদ্দিন। জবাবে, ব্যাটিংয়ে নেমে ২২৫ রানে গুটিয়ে যায় নর্দার্ন টেরিটোরি। এ নিয়ে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। ৯ জুলাই চতুর্থ ম্যাচে মাঠে নামবে বিসিবি এইচপি দল।