
বিপ্রজিত বাপ্পা: এসএমএস ও অনলাইনের মাধ্যমে পছন্দমত কলেজে ভর্তির আবেদনের ক্ষেত্রে নানামুখী ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। লগইন করার পর নিজের ফর্মটি আগে থেকে পূরণ হয়ে যাওয়া, আবেদন করেও কলেজ না পাওয়া, অনলাইন প্রক্রিয়ায় ত্রুটিসহ নানা অভিযোগ করছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই আবারো ভর্তির সুযোগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
সিস্টেমেই যেন সিস্টেম লস। কোন ঝামেলা ছাড়া সহজে যে সেবা পাওয়ার কথা সেটাই এখন কাল হয়ে দাড়িয়েছে অনেকের। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রমের জটিলতা ভুক্তভোগীদের টেনে এনেছে শিক্ষাবোর্ডে।
কিন্তু এখানেও সমাধানের দরজা বন্ধ। সারাদিনের অপেক্ষাতেও মেলেনি কলেজ পরিদর্শকের দেখা। রুমে ঝুলছে তালা।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়মে অনলাইনে ও এসএমএসে আবেদন করেছে শিক্ষার্থীরা। আর তা নিয়েই বিড়ম্বনায় পড়েছেন এসব শিক্ষার্থী-অভিভাবকরা।
১৫ জুলাইয়ে আবারো অনলাইন আবেদনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।