মিশরের রাজধানী কায়রোতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ট্রেনটি প্রথমে রেলস্টেশনে একটি দেয়ালে ধাক্কা খায়। এরপর ট্রেনসহ প্লাটফর্ম ও পাশের ভবনে আগুন লেগে যায়। বুধবারের ওই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
এ ঘটনার পরপরই পদত্যাগ করেন পরিবহনমন্ত্রী হিশাম আরাফাত। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার পেছনে কারো গাফলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি। নিহতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি।