চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও মেং ওয়ানঝৌকে গ্রেফতার করেছে কানাডা। বুধবার, যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে মেংকে প্রত্যার্পণের আবেদনের পরই গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে ইরানের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
হুয়াওয়ে’র প্রতিষ্ঠাতা রেন জেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝৌ একইসঙ্গে প্রতিষ্ঠানটির সিএফও এবং ডেপুটি চেয়ারের দায়িত্ব পালন করছেন। শুক্রবার তার জামিন শুনানি হতে পারে বলে।