বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও থেকে সরে দাঁড়ানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার, দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি সংস্থাটির আচরণের পরিবর্তন না ঘটলে সেখান থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয়া হবে বলে এসময় জানান তিনি। ডব্লিউটিও সবসময় যুক্তরাষ্ট্রের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও এসময় অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য সংস্থাটি সব দেশকে লাভবান করতে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডব্লিউটিও প্রত্যাহারের হুমকির পর মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি আর বিশ্ব বাণিজ্য সংস্থার মুক্তবাজার নীতির মধ্যকার আদর্শিক দ্বন্দ্ব আরো পরিষ্কার হলো বলে দেশটির সংবাদ মাধ্যমগুলোতে উল্লেখ করা হয়।
Authorization