
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর নতুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বৃহস্পতিবার মামলার কার্যক্রম শুরু হয়। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানান আইনজীবীরা। মামলার অপর আসামী মনির হোসেনের পক্ষে তাঁর আইনজীবী মামলার বাদী দুদক পরিচালককে জেরা করছেন। শুনানীর এক পর্যায়ে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীদের সাথে বাকবিতন্ডা হয় রাষ্ট্র পক্ষের আইনজীবীদের।