
চ্যাম্পিয়ন্স
লিগের বাছাইপর্বের প্লেঅফের দ্বিতীয় লেগে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৪-০ তে হারিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে হ্যাট্রিক করেছেন অধিনায়ক ওয়েইন রুনি। আরেক ম্যাচে ইতালির ক্লাব লাৎসিওকে ৩-০ তে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন।
১৯৯৬
থেকে ২০১৪ পর্যন্ত টানা ১৯ আসরে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার রেকর্ড গড়া ম্যানচেস্টার ইউনাইটেড গতবছরে বাছাইপর্বে খেলার সুযোগও পায়নি। এবার প্লেঅফে ব্রুজকে বিশাল ব্যবধানে হারিয়ে ইউরোপসেরাদের আসরে দারুনভাবে ফিরে আসলো ইংলিশ জায়ান্টরা। আগের
লেগে ৩-১ এর জয় পাওয়ায় ব্রুজের ব্রেইডেল স্টেডিয়ামে এদিন ফেভারিট ছিল সফরকারীরাই। টানা ৯ ম্যাচ গোল না পাওয়ার পর প্রথমার্ধে ডিপাইয়ের পাস থেকে দারুন ফিনিশিংয়ে গোলখরা কাটান ওয়েইন রুনি। দ্বিতীয়ার্ধের দশ
মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ অধিনায়ক। দুই গোলের পেছনেই মূল কারিগর ছিলেন হুয়ান মাতা। চার
নম্বর গোলটি করেন অ্যান্ডার হেরেরা। এবার অ্যাসিস্ট শোয়াইনস্টাইগারের। শেষদিকে পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেননি চিকারিতো। দুই লেগে ৭-১এর গোলগড়ে মূল পর্ব নিশ্চিত করলো ইউনাইটেড। অন্যদিকে
লেভারকুসেনের
বে অ্যরেনায় লাৎসিওকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন। প্রথম লেগে ১-০তে হারলেও হাকান চালহানোগলু, আদমির মেহমেদি আর করিম বেলারাবির গোলে ঘরের মাঠ থেকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।