ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ৫দিন পরই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান পদত্যাগ করলেন। এমন তথ্য ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রিয়ালে যোগ দেয়ার পর অন্য লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্টিক শিরোপা এনে দিয়েছেন জিদান। এদিকে, ইংলিশ ক্লাব বদল করলেন লেস্টার সিটির আলজেরিয়ার উইঙ্গার রিয়াদ মাহরেজ। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ৬০ মিলিয়ন ডলারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন তিনি। ৪৮ গোলের পাশাপাশি ১৭৯ গোলের সহযোগিতা করেছেন মাহরেজ। একই সঙ্গে লেস্টারকে প্রিমিয়ার লিগের শিরোপাও এনে দিয়েছেন মাহরেজ। এদিকে, একই দিনে নাপোলির মিডফিল্ডার জরগিংহোকে ৪২ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে দলে ভিরিয়েছে ম্যান সিটি।
Authorization