কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আর ঢাকার মানহানির দুই মামলায় জামিন দেননি হাইকোর্ট। জামিন স্থগিতে সন্তোষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার মুক্তি মেলার সম্ভাবনা নেই বলে মনে করেন তার আইনজীবীরা।
গত ২৮ মে কুমিল্লা দুই মামলায় বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতির পর, এবার আপিল বিভাগও জামিন স্থগিত করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদেশে নিয়ে কথা বলেন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এদিকে ঢাকায় মানহানির দুই মামলায়, বেগম জিয়াকে জামিন না দিয়ে বিচারিক আদালতে আবেদন নিস্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা পেয়ে পুরনো কেন্দ্রীয় করাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।