বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে তেমন ভিড় ছিলো না রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে। তবে টিকিটের দাম বেশি রাখার অভিযোগ করেছেন যাত্রীরা। আর কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ঈদে বাস ভর্তি যাত্রী গন্তব্যে গেলেও ফেরার সময় যাত্রী না থাকাতেই নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও দেখা যায়নি যাত্রীদের ভিড়।
বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। কিন্তু রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন বাস কাউন্টারে ছিলো না টিকিট প্রত্যাশীদের ভীড়। শুক্রবার থেকে চাপ বাড়বে বলে ধারণা করছে কাউন্টার সংশিষ্টরা।
বরাবরের মতোই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করলেন যাত্রীরা। এদিকে গেলো বুধবার লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। তবে দুএকটি লঞ্চ অগ্রিম টিকিট দেয়া শুরু করেছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা করছেন যাত্রীরা।