নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাতে আবারো সক্রিয় হয়ে উঠেছে মিয়ানমার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তমব্রু সীমান্তে মিয়ানমার সেনা মোতায়েন করে, মাইকিং চালায়। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মন্জুর হাসান খান জানিয়েছেন, হঠ্যাৎ করে তমব্রু সীমান্তে সেনা মোতায়েন করে মিয়ানমার। বার বার তারা মাইকিং করে নো ম্যান্স ল্যান্ড থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যেতে বলছে। এ ঘটনায় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের সেনা মোতায়েনের ঘটনায় সর্তক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এর আগে গেল মার্চে প্রথম সপ্তাহে একই সীমান্তে সেনা মোতায়ন করেছিল মিয়ানমার। সে সময় নো ম্যানন্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের উপর হামলার ঘটনাও ঘটে।
Authorization