
আগামী নির্বাচন নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে মন্তব্য করে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থ দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে আন্দোলন সহিংস নাকি অহিংস হবে তা নির্ভর করবে সরকারের নীতির ওপর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামিনযোগ্য মামলাতেও বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতার দেখানো হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না।